অসমে পাঁচ বাঙালিকে গুলি করে খুন করল আলফা জঙ্গিরা, তীব্র নিন্দা মমতার
গুয়াহাটি: অসমে গুলি করে খুন করা হল পাঁচ বাঙালিকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলার ধোলা এলাকায়। আলফা জঙ্গিদের গুলিতেই ওই পাঁচ জনের মৃত্যু ঘটেছে বলে দাবি করেছে অসম প্রশাসন। মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন আছেন বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
অসম এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটা ৫৫ মিনিট নাগাদ ঢোলা-সাদিয়া সেতুর কাছে স্থানীয় একটি দোকানের সামনে বসে আড্ডা চলছিল বেশ কয়েকজন যুবকের ৷ সেখানেই ULFA জঙ্গিদের ইউনিফর্মের কয়েকজন এসে যুবকদের তুলে নিয়ে যায় ব্রহ্মপুত্রের ধারে ৷ পাঁচজনকে পর পর দাঁড় করিয়ে গুলি করা হয়েছে বলেই জানা গেছে। নিহত পাঁচজন হলেন সুবল দাস(৬০), শ্যামল বিশ্বাস(৬০), অবিনাশ বিশ্বাস(২৩), অনন্ত বিশ্বাস (১৮), ধনঞ্জয় নমশূদ্র(২৩)।
Terrible news coming out of Assam. We strongly condemn the brutal attack in Tinsukia and the killing of Shyamlal Biswas, Ananta Biswas, Abhinash Biswas, Subodh Das. Is this the outcome of recent NRC development ? 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) 1 November 2018
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার নিন্দা করে টুইটারে লিখেছেন, এই কাপুরুষোচিত হিংসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের ঘটনা মেনে নেব না। হত্যাকারীদের ছাড়া হবে না।
We will take strongest action against the perpetrators of this heinous crime. I have directed all law enforcing agencies to maintain peace and take stern action against anybody trying to destabilise our peaceful society and state.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) 1 November 2018
We have no words to express our deep sorrow to the grieving families. The perpetrators must be punished at the very earliest 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) 1 November 2018
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, অসম থেকে একটা মারাত্মক খবর পেলাম। এমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপনের কোনও ভাষা নেই। অপরাধীদের দ্রুত সাজা দেওয়া উচিত। এটা কী নাগরিকপঞ্জির পরিণাম? এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতা ও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
#BREAKING Protest rallies across State. Kolkata, Siliguri, Alipurduar, Jalpaiguri, Nadia and other places #AssamKillings https://t.co/qlkeKsiUmU
— All India Trinamool Congress (@AITCofficial) 1 November 2018
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শুক্রবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে টুইট বার্তায় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং নদিয়া জেলা সহ রাজ্যের অন্যান্য প্রান্তে তৃণমূল প্রতিবাদ মিছিল করবে।