ওডিশায় সিআরপিএফের হাতে খতম ৫ মাওবাদী
ভুবনেশ্বর: মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ওডিশায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে খতম পাঁচ মাওবাদী। সোমবার ভোরে কালিমেদাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, সিআরপিএফের সঙ্গে জেলা পুলিশ যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশনে নেমেছে। এনকাউন্টারে পাঁচ মাওবাদী খতম হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
#Odisha: Five Naxals were killed in encounter between security forces and Naxals in Malkangiri’s Kalimeda, early morning today.
— ANI (@ANI) 5 November 2018
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর, ছত্তিসগড়ের মাওবাদী হামলায় এক ফটোসাংবাদিক ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ফটোসাংবাদিকের নাম অচ্যুতানন্দ সাহু। দূরদর্শনের আলোকচিত্রী অচ্যুতানন্দ সাহু আসন্ন নির্বাচনের খবর সংগ্রহের সময় ছবি তুলতে পুলিশের পাহারায় দলের সঙ্গে ছত্তিশগড়ে গিয়েছিলেন।
পুলিশ জানায়, ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার নিলাভয়া এলাকার দিকে যাওয়ার পথে আরনপুর-দান্তেওয়াড়া সড়কের ওপর রুটিন টহলদারি করছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় জঙ্গলে আত্মগোপন করে থাকা মাওবাদীরা আচমকা হামলা চালায়। পাল্টা জবাব দিতে থাকে নিরপত্তাবাহিনীর সদস্যরাও। দুই পক্ষের মাঝে পড়েই গুলির আঘাতে মৃত্যু হয় দুরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহুের।