Monday, November 17, 2025
রাজ্য​

বড়সড় ভাঙন তৃণমূলে, মালদহে একযোগে পদত্যাগ করলেন ৫ অঞ্চল সভাপতি

মালদহ: শুভেন্দু অধিকারীর ইস্তফার পরেই তৃণমূলে বড়সড় ভাঙন! মালদহে একযোগে পদত্যাগ করলেন ৫ জন অঞ্চল সভাপতি। একযোগে ৫ অঞ্চল সভাপতির পদত্যাগে সরগরম রাজনৈতিক মহল। ইস্তফা দেওয়া অঞ্চল সভাপতি হলেন- জগদলা অঞ্চল সভাপতি নারায়ন মন্ডল, পাকুয়াহাট অঞ্চল সভাপতি শ্যামল মন্ডল, চাঁদপুর অঞ্চল সভাপতি সাহেব হাঁসদা, বামনগোলা অঞ্চল সভাপতি তফিউর রহমান এবং গোবিন্দপুর- মহেশপুর অঞ্চল সভাপতি মানিক মাহাতো।

পদত্যাগের কারণ হিসেবে এই ৫ জন অঞ্চল সভাপতি জানিয়েছেন, তৃণমূলে তাঁরা যোগ্য সম্মান পাচ্ছিলেন না এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলেন। তাই তাঁরা দলত্যাগ করেছেন।

এদিকে, এই ৫ জন অঞ্চল সভাপতির ইস্তফাকে আমল দিতে নারাজ মালদহে তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে মালদা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, নতুন করে অঞ্চল ও ব্লক কমিটি তৈরি হবে। তাই এই ইস্তফার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।তবে মুখে তৃণমূল তাই বলুক না কেন একের পর নেতার ‘বেসুরো’ হওয়ায় যথেষ্ট বেকাদায় তৃণমূল শিবির।

উল্লেখ্য, শনিবার মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদহে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। পাঁচ বছরেরও বেশি সময় মালদহের সংগঠনের দেখভাল করেছেন তিনি। তাই শুভেন্দু অধিকারীর বহু অনুগামী রয়েছেন। শুভেন্দু গেরুয়া শিবিরে যাচ্ছেন বলে অনুগামীরাও বিজেপির দিকে ঝুকছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।