ছত্তীসগড়ে মাওবাদী হামলায় নিহত ৫ জওয়ান
রায়পুর: ফের মাওবাদী হামলা। ছত্তিশগড়ের বিজাপুরে সেনার কনভয়ে হামলায় নিহত ৫ সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জওয়ানের। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক সিআপপিএফ জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক জওয়ান।
বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, শনিবা বেলা প্রায় চারটে নাগাদ বিজাপুরের আওয়াপল্লি থানা এলাকার মুরদানা ক্যাম্প থেকে ১৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা বেরিয়ে অভিযানে যাচ্ছিলেন। তখনই তাঁদের কনভয়কে টার্গেট করে মাওবাদীরা। কনভয় লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণ করে তারা। ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে আইইডি বিস্ফোরণটি হয়। ঘটনায় ৫ সিআরপিএফ জওয়ান শহিদ হন।
Five CRPF personnel killed in Maoist attack in poll bound #Chhattisgarh.
— All India Radio News (@airnewsalerts) 27 October 2018
এই ঘটনার পরে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েম করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ড. রমন সিং ওই ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে গভীর সমবেদনা প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।