‘গগনযান’ মিশনের আগে ডিসেম্বরেই প্রথম মানববিহীন মহাকাশ অভিযান: ইসরো
বেঙ্গালুরু: ২০২১ সালের ডিসেম্বরে ‘গগনযান’ অভিযানের আগে, চলতি বছরের ডিসেম্বর এবং ২০২১ সালের জুনে দুটি মানবহীন অভিযান পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। হিউম্যান স্পেসফ্লাইট অ্যান্ড এক্সপ্লোরেশনের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইসরোর (ISRO) চেয়ারম্যান কে শিবান বলেন, ২০২১ সালে মহাকাশে মানুষ পাঠানোই একমাত্র লক্ষ্য নয় গগনযান মিশনের। বরং মহাকাশচারীদের সুবিধার জন্যে এবার মহাকাশে নিজস্ব মহাকাশ কেন্দ্র তৈরি করতে চায় ভারত।
ইসরো প্রধান জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠানো গগনযান মিশনের উদ্দেশ্য হলেও, তার আগে অন্তত ২ বার মানববিহীন বিমান মহাকাশে পাঠাবে ভারত। কে শিবানের কথায়, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে আমরা প্রথম মানববিহীন বিমানটি মহাকাশে পাঠাব। ২০২১ সালে দ্বিতীয় মানববিহীন বিমানটি মহাকাশে যাবে।
তিনি আরও জানান, মহাকাশচারীদের সুবিধার দিতে আমরা একটি নতুন মহাকাশ স্টেশন তৈরি করব। যেখানে অবিরত মহাকাশচারীদের উপস্থিতি থাকবে। গগনযান প্রকল্পের উদ্দেশ্য হল, মহাকাশে তিন সদস্যের একটি দল পাঠানো। যারা অন্তত ৭ দিন মহাকাশে কাটাবেন।
২০২১ সালে ইসরোর এই গগনযান মিশন সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ। আমেরিকা, রাশিয়া ও চিন ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণ করেছে। ইসরোর এই গগনযান মিশনের খরচ আনুমানিক ১০ হাজার কোটি টাকা। ইসরো প্রধানের কথায়, আমাদের নিজস্ব তৈরি রকেটেই ২০২১ সালের মধ্যে প্রথম ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন। প্রসঙ্গত, ২০১৮ সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার গগনযান মিশনের কথা প্রকাশ্যে এনেছিলেন।