ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন
অকল্যান্ড: প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রিসভায় জায়গা করে নিল এক ভারতীয় প্রতিনিধি। মন্ত্রীত্বের পাশাপাশি, ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ জায়গা করে নিয়েছেন কিউয়ি প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে। নিউজিল্যান্ড সরকারে যা পরিচিত এগজিকিউটিভ নামে।
৪১ বছর বয়সী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনের জন্ম চেন্নাইয়ে ৷ তাঁর পরিবার থাকে কেরলে ৷ প্রিয়াঙ্কা বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে ৷ স্নাতকোত্তর পাস করেন নিউজিল্যান্ড থেকে। সেখানে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। নিউজিল্যান্ড লেবার পার্টির একজন জনপ্রিয় মুখ তিনি। এবার নতুন দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার স্বামীও নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। ২০০৬ সালে রাজনীতিতে নাম লেখান প্রিয়াঙ্কা। ২০১৭ সালে কিউয়ি সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। প্রিয়াঙ্কা তাঁর কর্মজীবনে অসহায় মানুষদের জন্যই কাজ করেছেন। বিশেষত গার্হস্থ্য নির্যাতনের শিকার হওয়া মহিলা ও বঞ্চিত পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে লড়াই করছেন তিনি।
নিউজিল্যান্ডের মন্ত্রী হওয়ার পর ফেসবুকে পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, আজ আমার জীবনের খুবই বিশেষ একটি দিন। আমাদের সরকারের একটি অংশ হিসেবে জায়গা পেয়ে আমি খুবই আনন্দিত। যাঁরা সময় বের করে ফোন বা মেসেজের মাধ্যমে আমাকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর অসাধারণ সব সহকর্মীদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি আমি।


