সংশোধিত নাগরিকত্ব আইনের পর এনআরসি: বিজেপি
কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বাতিলের দাবিতে উত্তাল দেশ। বিজেপির দাবি, এই আইন নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। তাই জনগণকে বোঝাতে পশ্চিমবঙ্গ বিজেপি যে পুস্তিকা বিলি করছে, তাতে নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ণের পরই এনআরসি লাগু করা হবে বলে জানানো হয়েছে। ২৩ পৃষ্ঠার ইংরেজি, হিন্দি ও বাংলায় প্রকাশিত পুস্তিকায় কেন্দ্র দেশব্যাপী সিএএ-এর পরে এনআরসি করতে চায় বলে উল্লেখ করা হয়েছে।
রবিবার থেকেই শুরু হয়েছে ঘরে ঘরে এই পুস্তিকা বিলি। বিজেপি সূত্রে খবর, পুস্তিকায় সিএএ নিয়ে আশঙ্কা, উদ্বেগ নিরসনে সহজে প্রশ্নোত্তরে আইনটি বোঝানো হয়েছে। তবে অনেকের মনে একটি প্রশ্ন রয়েছে, সিএএ-এর পরে কি এনআরসি হবে? পুস্তিকায় সাফ বলা হয়েছে, হ্যাঁ, এরপর এনআরসি হবে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলেন, এনআরসির ব্যাপারে এখনও কোনও আলোচনাই হয়নি। তবে বঙ্গ বিজেপির পুস্তিকাতে সিএএ কার্যকর হওয়ার পর এনআরসি চালুর করার কথা বলা হল।
পুস্তিকায় বলা হয়েছে, অসম, পশ্চিমবঙ্গে প্রায় ২ কোটি অনুপ্রবেশকারী রয়েছে। এদের ডি-ভোটার হিসাবে চিহ্নিত করা, তালিকায় অন্তর্ভুক্ত করা জরুরি। দেশে অনুপ্রবেশ সমস্যা ব্যাপক ও ভয়াবহ। এটা তারই প্রতিফলন। এজন্য গোটা দেশে এনআরসি হওয়া দরকার।