Wednesday, January 22, 2025
কলকাতা

‘পশ্চিমবঙ্গে কোনও জঙ্গি নেই’, দাবি ফিরহাদ হাকিমের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বড়দিনের উৎসবে চেতলা অগ্রণী ক্লাবে অংশ নেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। মহাসমারোহে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা দেখে মুগ্ধ হন তিনি। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

উৎসব উপলক্ষে নিজের বার্তায় ফিরহাদ হাকিম বলেন, “আমি সান্তাক্লজের কাছে বাংলার সম্প্রীতি, শান্তি এবং উন্নয়ন চাই। সমগ্র ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক।”

শুভেন্দু অধিকারীর উপর সম্ভাব্য বাংলাদেশের জঙ্গি হামলার খবর নিয়ে কেন্দ্রের গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। ফিরহাদ হাকিম জানান, “কেউ কারোর উপর হামলা করুক, সেটা বাঞ্চনীয় নয়। বাংলায় কোনও জঙ্গি কার্যকলাপ নেই। তবে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের দক্ষতা দেখাতে পারছে না, সেটাই প্রশ্ন।”

মন্ত্রী আরও বলেন, যে কোনও অপরাধীর ধর্ম নির্বিশেষে আইনের আওতায় আসা উচিত। তিনি স্পষ্ট জানান, “যে অন্যায় করেছে, সে গ্রেফতার হবেই। আইন সবার জন্য সমান।”

বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সাম্প্রতিক কটূক্তি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আজকের দিনে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আমি তাঁর মঙ্গল কামনা করি এবং যীশু খ্রীষ্টের কৃপা কামনা করি। হ্যাপি ক্রিসমাস ডে।”