একের পর এক বিতর্কিত মন্তব্য, হিডকোর পদ থেকে সরানো হলো ফিরহাদকে, পদ হারিয়ে কি বলছেন?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)-এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এতদিন হিডকোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হিডকোকে আনা হচ্ছে প্রশাসনিক কর্মিবর্গ দপ্তরের অধীনে, যার দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কে বসছেন এই পদে?
প্রশাসনিক সূত্রে জানা গেছে, হিডকোর নতুন চেয়ারম্যান হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম উঠে এসেছে। বর্তমানে তিনি হিডকোর ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন। রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশনের দায়িত্ব পাওয়ার পর, এবার হিডকোর মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।
ফিরহাদের প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আমাকে দিয়েছিলেন দায়িত্ব, এখন উনি নিয়ে নিয়েছেন। এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত। আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজ দেবে, নেত্রী যেটা দেবেন, সেটাই আমি মাথা পেতে নেব।”
পরিবর্তনের পটভূমি
২০১১ সালে বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় হিডকোকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। গত ১৪ বছর ধরে ফিরহাদ হাকিম পদাধিকারবলে হিডকোর চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। কিন্তু প্রশাসনিক প্রয়োজনে এবার এই দপ্তর সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে চলে গেল।
নতুন পরিবর্তন ও ভবিষ্যতের পরিকল্পনা
মুখ্যমন্ত্রীর বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও প্রশাসনিক জটিলতা কমানোর জন্যই এই রদবদল বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। হিডকোর মতো গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্ব বদলের ফলে আগামী দিনে সংস্থার কাজের ধারা কীভাবে বদলাবে, তা দেখার বিষয়।