Thursday, June 19, 2025
Latestদেশ

‘রিয়েল হিরো’, ১১ জনের প্রাণ বাঁচিয়ে মন জিতলেন দমকলকর্মী

নয়াদিল্লি: দিল্লির আনাজ মান্ডির ব্যাগের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৪৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তো যদি দমকলকর্মী রাজেশ শুক্লা অতিরিক্ত দমকল ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দলের জন্য অপেক্ষা করতেন। তিনি সেটা করেননি বলেই ১১ জনের প্রাণ বেঁচে গেল।

জানা গেছে, প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছোয়নি তখনও পর্যন্ত। ছিল না সাহায্য করার মতো কেউ। তবে অগ্নিদগ্ধ অসহায় মানুষগুলির চিৎকার শুনে মৃত্যুভয় উপেক্ষা করে এগিয়ে যান রাজেশ শুক্লা। একে একে নিরাপদে বার করে নিয়ে আসেন ১১ জনকে। রাজেশ শুক্লার সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন।


তবে আহত হয়েছেন রাজেশ শুক্লা। তাঁকে হাসপাতালে দেখতে যান মন্ত্রী। টুইটারে রাজেশের বীরত্বের প্রশংসা করেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন লিখেছেন, দমকলকর্মী রাজেশ শুক্লা একজন সত্যিকারের নায়ক। তিনি যেখানে আগুন লেগেছিল সেখানে প্রথম ঢোকেন ও ১১ জনের জীবন বাঁচিয়েছেন। চোট লাগা সত্ত্বেও শেষ অবধি তিনি কাজ করেছেন। এই সাহসী বীরকে সেলাম জানাই।

রবিবার ভোর ৫টা নাগাদ দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে একটি চামড়া কারখানায় আগুন লাগে। তখন কারখানার ভিতরে শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ মারা গেছে। আধিকারিকদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।