Tuesday, March 25, 2025
Latestদেশ

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মোদীকে চিঠি লেখায় ৪৯ বিশিষ্টের বিরুদ্ধে এফআইআর

মুজাফফরপুর: অপর্ণা সেন, মণি রত্নম, শ্যাম বেনেগাল, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ, শোভা মুদগাল, রামচন্দ্র গুহসহ ৪৯ জন বরেণ্য ব্যক্তিত্বের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হল বিহারের মুজাফফরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর খোলা চিঠি লিখেছিলেন এই ৪৯ জন বরেণ্য ব্যক্তিত্ব। সেই চিঠিতে তাঁরা ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা ও গণপিটুনি বন্ধের দাবি করেন এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তা ছড়ানোর প্রতিবাদ করেন। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

হারের আইনজীবী সুধীর কুমার ওঝার গত ২৭ জুলাই দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির নির্দেশে ওই মামলা দায়ের করা হল। সুধীর কুমার ওঝা জানিয়েছেন, আমার দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি অর্ডার পাস করেছেন গত ২০ আগস্ট। এর ভিত্তিতে বৃহস্পতিবার এফআইআর দায়ের হল।

সুধীর কুমার ওঝা অভিযোগ, দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটানো এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন এই ৪৯ জন নাগরিক। দেশদ্রোহের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে কঙ্গনা রনৌত, কাঞ্চনা মৈত্র, মধুর ভান্ডারকর, পণ্ডিত বিশ্বমোহন ভট্টর, প্রসূন যোশী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বিবেক অগ্নিহোত্রীর নাম উল্লেখ করেছেন তিনি।

এই ৪৯ জন বরেণ্য ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চিঠি দিলে নমোকে সমর্থন করে দেশের ৬১ জন বিশিষ্ট ব্যক্তি তাঁকে পাল্টা চিঠি দিয়েছেন। তাঁদের মতে, দেশের একতা ও সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই চিঠি লিখেছেন দেশের ৪৯ জন ‘স্বঘোষিত অভিভাবক’। আন্তর্জাতিক মহলে মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে তাঁরা কাজ করছেন।

চিঠিতে তাঁরা আরও লিখেছেন, মাওবাদী হামলায় যখন মানুষের মৃত্যু হয়, সিআরপিএফ জওয়ানদের প্রাণ যায়, তখন এই ৪৯ জন চুপ থাকেন। সন্ত্রাসবাদী হামলায় কাশ্মীরে যখন রক্ত ঝরে, তখন তাঁরা মুখ খোলেন না। বিশ্ববিদ্যালয়ে যখন দেশবিরোধী স্লোগান উঠেছে, তখনও তাঁরা মুখে কুলুপ এটে বসে থাকেন।