Sunday, March 16, 2025
Latestরাজ্য​

উস্কানির অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের যাদবপুর থানায়

কলকাতা: ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের হল যাদবপুর থানায়। যাদবপুরের ছাত্রদের তরফে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। যাদবপুরে বাবুল সুপ্রিয় নিগৃহীত হলেও ছাত্রদের বিরুদ্ধে কোনওরকম পুলিশি অভিযোগ করেনি তিনি। শুক্রবার বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হয়েছিল।

বৃহস্পতিবার যাদবপুরে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে নিগৃহীত হন বাবুল সুপ্রিয়। তাঁকে মারধর, চুল ধরে টানা হয়। সাড়ে ৬ ঘণ্টা আটক থাকার পর বাবুলকে ‘উদ্ধার’ করে আনেন রাজ্যপাল জগদীশ ধনখড়৷। তবে গোটা ঘটনায় বাবুলকেই দোষারোপ করেছে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি।

ভাইরাই ভিডিওতে যে ছাত্রকে দেখা গিয়েছিল বাবুল সুপ্রিয়র চুল ধরে টানতে, সেই ছাত্র দেবাঞ্জন বল্লভ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। যদিও তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রের অ্যাকাউন্টটি ভুয়ো। যদিও দেবাঞ্জনের মা বাবুল সুপ্রিয়ের কাছে ক্ষমাও চেয়েছেন। ‘মানবিক’ বাবুল সুপ্রিয় ওই ছাত্রের ক্যান্সার আক্রান্ত মাকে আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি দেবাঞ্জনের কোনও ক্ষতি করবেন না।

শুক্রবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এফআইআরের অভিযোগপত্রে লিখেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। গালিগালাজও করেছে বিক্ষোভকারীরা। ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর শাড়ি।