RBI গভর্নর কখনোই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না: মনমোহন সিং
নয়াদিল্লি: কেন্দ্র এবং রিজার্ভ ব্যাংকের মধ্যে সমস্যা নিয়ে সারা দেশের রাজ্য-রাজনীতি যখন উত্তাল, ঠিক তখনই এই ইস্যুতে মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর মনমোহন সিং। তিনি দীর্ঘদিন ধরে অর্থমন্ত্রক তথা আরবিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ইস্যুতে মনমোহনের মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেন্দ্র এবং রিজার্ভ ব্যাংকের এই বিতর্ক নিয়ে মুখ খুলে অবশ্য এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলির চাপ কিছুটা কমিয়েই দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বললেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর কখনওই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না। তিনি জানান, অর্থমন্ত্রীর স্থান সবসময়ই রিজার্ভ ব্যাংকের ওপরে এবং অর্থমন্ত্রীর কথা অগ্রাহ্য করতে পারেনা রিজার্ভ ব্যাংক।
মনমোহন সিং বলেন, আরবিআই এবং সরকারের সম্পর্ক লেন-দেনের। আরবিআইকে সব সময় সব কাজ সরকারকে জানিয়েই করতে হয়। কারণ আরবিআই গভর্নর কখনওই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না। আর যদি অর্থমন্ত্রী কোনও সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় না রিজার্ভ ব্যাংকের গভর্নর তা অমান্য করতে পারবেন, যদি না তাঁর চাকরি খোয়ানোর ইচ্ছে থাকে।
এদিকে, আরবিআই-এর বর্তমান ভূমিকা নিয়ে চিন্তাও প্রকাশ করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্ণর রঘুরাম রাজন বলেন, আরবিআই কোনও অপারেশনাল বোর্ড নয়, প্রফেশনাল সুপারভাইজার এই সংস্থাকে পরিচালনা করে না। এখানে বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ এসে কাজ করছেন যাঁদের কাজ হল, অন্যদের উপায় বাতলে দেওয়া বা কাউন্সিলিং করা, কিছুটা রাহুল দ্রাবিড়ের মতো কোচিং করা। কিন্তু কখনোই কার্যকরী সিদ্ধান্ত না নেওয়া, বিশেষ নভজ্যোত সিং সিধুর মতো হওয়া একেবারেই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।