Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র মিলে উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে রুখে দেবে: ট্রাম্প

হিউস্টন: রবিবার হাউডি মোদীর মঞ্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দিলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র হাতে হাত মিলিয়ে উগ্র ইসলামী সন্ত্রাসবাদ রুখে দেব। ট্রাম্প বলেন, আমেরিকা এবং ভারত উভয়েরই সীমান্ত সুরক্ষা অতীব গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়েও ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও জানিয়ে দিলেন ট্রাম্প।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদী’ ইভেন্টে ৫০,০০০ ভারতীয়-আমেরিকানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র খুব শিগগিরই তাঁদের সম্পর্ক আরও জোরদার করতে বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একসঙ্গে যুদ্ধকৌশলের মহড়া দিয়েছে। উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে রুখে দেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মুখে বক্তব্যের পরই গোটা হল ফেটে পড়ে হাততালিতে। স্বয়ং নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে হাততালি দেন।


২৫ মিনিটের বক্তৃতায় ট্রাম্প মোদীর অর্থনৈতিক সংস্কারের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, এই সংস্কারগুলি মিলিয়নেরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছে। যা একটি অবিশ্বাস্য সংখ্যা। ট্রাম্প বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রে আমরা অসাধারণ কিছু দেখতে পাচ্ছি। আমরা আমলাতন্ত্রকে সরিয়ে দিচ্ছি।

ট্রাম্প বলেন, ভারত বর্তমান সময়ের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে কখনও বিনিয়োগ করে নি। আমি বলতে চাই, এর পিছনে কারণ হলো আমরা একত্রে কাজ করছি। ট্রাম্প বলেন, নভেম্বরে আমেরিকা ও ভারত প্রতিরক্ষা বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবে।