ফিরোজ শাহ কোটলার নাম বদলে করা হচ্ছে ‘অরুণ জেটলি স্টেডিয়াম’
নয়াদিল্লি: দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে সদ্য প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলির নামে নামকরণ করা হচ্ছে। দিল্লি এবং দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অরুণ জেটলি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমেই জেটলির নামে বদলে যাবে কোটলার নাম। জেটলির ক্রিকেট অনুরাগ ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। তাঁর মৃত্যুর পর ক্রিকেট মহলেও নেমে এসেছিল শোকের ছায়া। দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনে ছিলেন জেটলি। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতিও। দিল্লি ক্রিকেট বোর্ড আগেই ঠিক করেছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামে কোটলায় একটি স্ট্যান্ড করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর সেই স্ট্যান্ড উদ্বোধন। এর মধ্যেই জীবনাবসান হয় জেটলির। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়া হয় স্টেডিয়ামের নাম বদলের।
আইপিএল শুরুর আগে ফিরোজ শাহ কোটলাকে ঢেলে সাজাতে বড় ভূমিকা নিয়েছিলেন জেটলি। তাঁর আগ্রহেই এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা, দর্শক ধারণ ক্ষমতা বাড়ানো এবং বিশ্বমানের ড্রেসিং রুমের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
১৮৮৩ সালে তৈরি হয় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। কলকাতার ইডেন গার্ডেনের পর দেশের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা। বর্তমানে এর দর্শক ধারণ ক্ষমতা ৪০ হাজার।
দিল্লির ৯ নম্বর আকবর রোডের ঘরোয়া আড্ডায় ক্রিকেট নিয়ে চর্চা ছিল জেটলির রোজকার রুটিন। বিরাট কোহলির বাবা মারা যাওয়ার পর রঞ্জি খেলা নিয়ে জেটলি বলেছিলেন, দেখবেন সবাই! একটা ছেলে উঠছে। দিল্লির হয়ে খেলছে। একদিন বিশ্বকাপ খেলবে। বিরাটের ব্যাটিং টেকনিক, ফুটওয়ার্কের বড় ভক্ত ছিলেন জেটলি। আর দিল্লির ঘরের মাঠেই বিরাটের নামে হবে স্ট্যান্ড, জেটলির নামে হবে স্টেডিয়াম।