অরুণ জেটলির নামে নামাঙ্কিত করা হল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলির নামে নামকরণ করা হল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে অরুণ জেটলিকে এই সম্মান জানালো দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশন। একই দিনে অধিনায়ক বিরাট কোহলির নামে ওই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের উদ্বোধনও করা হয়।
বিরাট কোহলি ডিডিসিএকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দলের সদস্য ও তাঁর ছোটবেলার কোচকেও ধন্যবাদ জানান। কোহলি এদিন ২০০১ সালের কথা স্মৃতিচারণ করেন। সেই সময় ভাইয়ের সঙ্গে জিম্বাবোয়ের সঙ্গে টেস্ট ম্যাচ দেখতে তিনি এই স্টেডিয়ামে এসেছিলেন। কোহলি বলেন, আজ বাড়ি ফিরে আমার পরিবারকে একটা গল্প শোনাব। মনে করাব ২০০১ সালে এই স্টেডিয়ামে এসেছিলাম। খেলোয়াড়দের থেকে অটোগ্রাফ নিতে চেয়েছিলাম। আজ আমার নামে একটা প্যাভিলিয়ন রয়েছে। এটা আমার কাছে বিরাট সম্মানের।
প্রসঙ্গত, দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও নিযুক্ত ছিলেন জেটলি। এছাড়া বিসিসিআইয়ের সহ সভাপতি পদেও তিনি একদা আসীন ছিলেন। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, কপিল দেব। এদিনের অনুষ্ঠানে ক্রুনাল পান্ডিয়া, লোকেশ রাহুল, মনীশ পান্ডকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
গত ৩০ মে প্রয়াত হন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি পদে নিযুক্ত ছিলেন। ক্রিকেটে জেটলির অবদানের কথা স্মরণ করে তাঁর নামেই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করল ডিডিসিএ।