ফাজিলনগরের নাম বদলে ‘পাভা নগরী’ রাখার ঘোষণা যোগী আদিত্যনাথের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার ঘোষণা করলেন, পূর্বাঞ্চলীয় কুশীনগর জেলার ফাজিলনগর শহরের নাম বদলে করা হচ্ছে ‘পাভা নগরী’। মুখ্যমন্ত্রী বলেন, জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীর তাঁর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন পাভাপুরি নামের এই পবিত্র স্থানে। সেই ঐতিহাসিক তাৎপর্যকে স্বীকৃতি দিতে ফাজিলনগরের নাম পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, “ফাজিলনগরকে পাভা নগরী করার কাজ দ্রুত এগোচ্ছে। যেখানে ভগবান মহাবীর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সেই স্থানকে তার আধ্যাত্মিক মর্যাদার উপযুক্ত নাম দেওয়া সরকারের দায়িত্ব।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন অযোধ্যা রামমন্দির নিয়েও মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘তিন দিন আগে অযোধ্যায় ভগবান শ্রীরামের মহামন্দির নির্মাণের মহাযজ্ঞের পূর্ণাহুতি সম্পন্ন হয়েছে, আর সেই মন্দিরের উপর ভগবা ধ্বজারোহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে হয়েছে। যা ভারতীয় সংস্কৃতির অমর গৌরবকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।’
তিনি আরও বলেন, ‘উত্তরপ্রদেশ জৈন ধর্মের আধ্যাত্মিক ইতিহাসে অনন্য স্থান জুড়ে আছে। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব-সহ চার তীর্থঙ্কর অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন। কাশীর পবিত্র ভূমিতেও চার তীর্থঙ্কর অবতীর্ণ হয়েছেন। শ্রাবস্তীতে জন্মগ্রহণ করেছিলেন তীর্থংকর।
মহাবীরের জন্ম ভৈশালীতে হলেও, তাঁর পরিনির্বাণ কুশীনগরের পবিত্র পাভাপুরীতে। এ কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী জানান, সেই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকেই আরও জীবন্ত করতে ফাজিলনগরের নাম পরিবর্তন করে ‘পাভা নগরী’ করা হচ্ছে।


