Sunday, March 16, 2025
দেশ

জন নিরাপত্তা আইনে আটক জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

নয়াদিল্লি: জন নিরাপত্তা আইনে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে আটক করা হল। এই আইন অনুযায়ী, কোনও বিচার ছাড়াই দু’বছর পর্যন্ত আটক করে রাখা যাবে তাঁকে। তাঁর বিরুদ্ধে সরকারি নির্দেশ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে, তাঁকে তাঁর বাড়িতে আটক করে রাখা হবে। তবে পরিবারের লোকজন ও আত্মীয়দের সঙ্গে দেখা করার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

এখনও পর্যন্ত শ্রীনগরে বেসরকারিভাবে গৃহবন্দিই ছিলেন ফারুক আবদুল্লা। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ প্রায় ৪০০ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয়। প্রায় একমাসেরও বেশী সময় পরে, ফারুক আবদুল্লার আটক করা সরকারিভাবে দেখানো হয়।

৬ আগস্ট লোকসভায় ফারুক আবদুল্লার অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তাঁকে আটকও করা হয়নি কিংবা গ্রেফতারও করা হয়নি। তাঁর নিজের ইচ্ছাতেই তিনি বাড়িতে রয়েছেন।

প্রসঙ্গত, এই প্রথমবার জন নিরাপত্তা আইন প্রয়োগ করা হল মূলধারার কোনও রাজনৈতিক নেতার ওপর। বিশেষ করে একজন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর। বিশেষ করে কোনও জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী বা পাথরবাজের ওপর এই আইন জারি করা হয়।

এদিকে, ফারুক আব্দুল্লাকে জন নিরাপত্তা আইনে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।