Monday, November 17, 2025
দেশ

তীব্র বিরোধিতা সত্ত্বেও কৃষি বিল পাশ করিয়ে নিল মোদী সরকার

নয়াদিল্লি: বিরোধীদের বিরোধীতা ধোপে টিকলো না। কংগ্রেস কৃষি বিলকে কৃষকদের ‘মৃত্যু পরোয়ানা’ বলে আখ্যা দিয়েছিল। তবে বিরোধীদের কথায় কোনওরকম কর্ণপাত না করে কৃষি বিল পাশ করিয়ে নিল কেন্দ্রের মোদী সরকার। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

এদিন এনডিএ শরিক শিরোমণি অকালি দলও এই বিলের বিরোধিতা করেছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর পদত্যাগ করেছেন। পাঞ্জাব ও হরিয়ানার মতো কৃষিপ্রধান রাজ্যে লাগাতার এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে লোকসভার পর রাজ্যসভাতেও কৃষি বিল পাশ হয়েছে। বিরোধীদের তীব্র হইহট্টগোলের মধ্যে ধ্বনি ভোটে কৃষি বিল পাশ করিয়ে নিল মোদী সরকার।

উল্লেখ্য, লোকসভায় আগেই তিনটি কৃষি বিল – ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’, ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ এবং ‘অত্যাবশ্যক পণ্য আইন’ বিল পাশ হয়ে গিয়েছিল। আসন সংখ্যায় রাজ্যসভায় জয় নিশ্চিত থাকলেও দেশজুড়ে বিক্ষোভের মুখে কিছুটা চাপে ছিল মোদী সরকার। হরসিমরত কৌর বাদলের ইস্তফায় সেই চাপ আরও কিছুটা বেড়েছিল।

রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ সংসদের উচ্চকক্ষে দুটি কৃষি বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তিনি দাবি করেন, নয়া বিলের ফলে কৃষকরা নায্য মূল্যের অধিকার পাবেন। তবে প্রথম থেকেই সরব হন বিরোধীরা। তবে বিরোধীদের তুুমুল হইহট্টগোলের মধ্যে ধ্বনি ভোটে কৃষি বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার।