পরিবার পরিকল্পনাই প্রকৃত দেশপ্রেম: মোদী
নয়াদিল্লি: ৭৩তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে নিজের ষষ্ঠ স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, ‘জনসংখ্যা বিস্ফোরণ’কে নিয়ন্ত্রণ করা দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন প্রকল্প আহ্বানের কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজ আমি একটি বিষয় তুলে ধরতে চাই – জনসংখ্যা বিস্ফোরণ। আমাদের ভাবতে হবে, আমরা কি আমাদের বাচ্চাদের আকাঙ্ক্ষার প্রতি ন্যায়বিচার করতে পারি? জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে আরও বৃহত্তর আলোচনা এবং সচেতনতা প্রয়োজন।
There is one issue I want to highlight today- population explosion.
We have to think- can we do justice to the aspirations of our children.
There is a need to have greater discussion and awareness on population explosion: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 15, 2019
মোদী বলেন, জনসংখ্যা বিস্ফোরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা বিস্ফোরণ সম্পর্কে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার গুলিকেও এই সমস্যা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা নিতে হবে।
নমো বলেন, তবে জনসাধারণের মধ্যে একটি সচেতন অংশ রয়েছে যাঁরা একটি শিশুকে সংসারে আনার আগে গভীরভাবে চিন্তা করেন যে তাঁরা সন্তানের সঙ্গে ন্যায়বিচার করতে পারবেন কিনা, বা সে যা চাইবে তা তাঁরা দিতে পারবেন কিনা, তারপরেই তাঁরা পরিবার পরিকল্পনা করেন। তাঁরা শ্রদ্ধার পাত্র। তাঁরা যা করছেন তাও একধরণের দেশপ্রেম। তাঁদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে।
মোদী আরো বলেন, একবিংশ শতাব্দীতে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের বুঝতে হবে যে উন্নয়ন এবং সমৃদ্ধি কেবল তখনই শুরু হয় যখন সে দেশের নাগরিকরা সুস্থ ও সম্পদশালী হন। বর্তমানে আমাদের চারদিকে যেমন অনেকগুলি অসুস্থতা রয়েছে, আমি মনে করি কোনও প্রচেষ্টা কেবলমাত্র সরকারি পর্যায়ে হতে পারে না। সবাইকেই এ বিষয়ে অবদান রাখতে হবে।