এনআরসির চূড়ান্ত তালিকায় নাম নেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের
গুয়াহাটি: শনিবার প্রকাশ করা হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। মোট তিন কোটি ৩০ লাখ আবেদনকারীর মধ্যে তিন কোটি ১১ লাখ লোককে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ। এমনকি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে দেশের পঞ্চম রাষ্ট্রপতি প্রয়াত ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যরাও।
তাহলে কি দেশছাড়া হতে হবে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারকে? এই আশঙ্কাতেই গুমরে মরছেন অসমের আরও ১৯ লাখ মানুষ। তালিকা থেকে বাদ পড়েছে প্রাক্তন সেনাপ্রধান মহম্মদ সানাউল্লাহের নাম। একসময়ে কাশ্মীর–মণিপুরে ভারতীয় সেনার হয়ে লড়াইও করেছেন তিনি। সংবাদমাধ্যমে সানাউল্লাহ জানিয়েছেন, ৩০ বছর দেশের হয়ে লড়েছি। তার পরিবর্তে এই পেলাম আমি। কিন্তু দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে আমার। আমি বিচার পাব।
জুলাই মাসে এনআরসির প্রাথমিক তালিকায় নাম ছিল না ফকরুদ্দিন আলি আহমেদের ভাইয়ের ছেলে জিয়াউদ্দিনের পরিবারের সদস্যের। তারপরে আবেদন করেছিলেন তাঁরা। শনিবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও নাম নেই তাঁদের।
শনিবার সকালে তালিকা প্রকাশের পর জিয়াউদ্দিন জানিয়েছেন, আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপো। অথচ আমার পরিবারের নামই এনআরসি তালিকায় নেই। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেও আমাদের নাম ছিল না। আমরা আবেদন জানিয়েছিলাম। বলা হয়েছিল, ঠিক করে দেওয়া হবে। তারপরেও তালিকায় নাম নেই আমাদের। কী করব, কিছুই বুঝতে পারছি না।