Wednesday, January 22, 2025
কলকাতা

পাসপোর্ট জালিয়াতি কান্ডে দত্তপুকুর থেকে গ্রেফতার মোক্তার আলম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে পুলিশের জালে ধরা পড়ল মোক্তার আলম নামে এক যুবক। পাসপোর্ট জালিয়াতি চক্রে তাঁর ভূমিকা সন্দেহে এই গ্রেপ্তারি। অভিযুক্তের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক এটিএম কার্ড, প্যান কার্ড, এবং আরও কিছু জাল নথি।

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ধারাবাহিক গ্রেপ্তারি

এর আগে গত ১৫ ডিসেম্বর এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সমরেশ বিশ্বাস এবং দীপক মণ্ডলকে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর জাল নথি, ভারতের বিভিন্ন ব্যাঙ্কের সিল, ভারতীয় পাসপোর্টের ফটোকপি, এবং ব্রিটেনের ভিসা।

ধৃত মোক্তার আলম

সীমান্তে বাড়তি সতর্কতা ও চক্রের বিস্তার

বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং মৌলবাদী হামলার জেরে অনেকেই ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকারের সীমান্ত নজরদারি কঠোর করার পরেও পাসপোর্ট জালিয়াতির ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

চক্রের মূলহোতাদের সন্ধানে পুলিশ

মোক্তার আলমের অতীত অপরাধের রেকর্ড ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, তিনি আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের আরও সদস্যদের হদিশ পাওয়ার বিষয়ে আশাবাদী তদন্তকারীরা।

উত্তর ২৪ পরগনায় পুলিশি তৎপরতা

এই ঘটনার পর দত্তপুকুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় আরও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতি চক্রের শিকড় উপড়ে ফেলার জন্য আগামী দিনে অভিযান আরও তীব্র হবে বলে জানিয়েছে প্রশাসন।