ভুয়া খবর ছড়ানোয় কংগ্রেসের আইটি সেলের ৬৮৭টি পেজ বন্ধ করল ফেসবুক
নয়াদিল্লি: ‘ভুয়া খবর’ ছড়ানো এবং ‘অবিশ্বাসযোগ্য তথ্য প্রচারের’ অভিযোগে কংগ্রেসের ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কংগ্রেস আইটি সেলের সঙ্গে যুক্ত এই পেজ বা অ্যাকাউন্টগুলো লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
এই অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে কংগ্রেসের আইটি সেল বা তার সদস্যরা জড়িত ছিলেন বলে জানিয়েছেন ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার। তিনি বলেন, যে কারণে এই নেটওয়ার্কগুলিকে সরানো হয়েছে, তা হল মিথ্যা তথ্য। অর্থাৎ, নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট বানানো হয়েছিল। এই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে।
Facebook: We removed 687 Facebook Pages & accounts-the majority of which had already been detected&suspended by our automated systems-that engaged in coordinated inauthentic behavior in India &were linked to individuals associated with an IT Cell of the Indian National Congress https://t.co/lWA2BJgUfg
— ANI (@ANI) 1 April 2019
গ্লেইচার বলেন, এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করলেও, আমাদের পর্যালোচনাতে কংগ্রেসের আইটি সেলের জড়িত থাকার বিষয়টি ধরা পড়েছে।
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি সম্প্রতি ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোকে সতর্ক করেছিল। নির্বাচনী আবহে দেশে ভুয়ো খবর ছড়ানো রুখতে সামাজিক মাধ্যমগুলোকেই ব্যবস্থা নিতে হবে বলে স্পষ্ট উল্লেখ করেছিল কমিটি।
পাশাপাশি, মিথ্যাচারের অভিযোগে পাকিস্তানের ১০৩টি ফেসবুক/ইনস্টাগ্রাম পেজ ও গ্রুপকেও বন্ধ করে দেওয়া হয়েছে।