ছত্তিশগড়ে একটানা চতুর্থবার বিজয় কেতন উড়বে বিজেপির, বলছে বুথ ফেরত সমীক্ষা
রায়পুর: মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে মোট ৯০ আসনে দু-দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মাও অধ্যুষিত কয়েকটি এলাকায় হিংসার খবর সামনে এসেছে। তা সত্ত্বেও রাজ্যের মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। রাজ্য গঠনের পর থেকেই ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় রয়েছে। টানা চারবারের মুখ্যমন্ত্রী রমন সিং কি এবারও ক্ষমতায় থাকবেন নাকি কংগ্রেস অথবা বিএসপির মধ্যে কোনও দল সরকার তৈরি করবে?
টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রমন সিংয়ের নেতৃত্বে বিজেপি পেতে পারে ৪৬টি আসন। ৯০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৩৫টি। অন্যদিকে অজিত যোগী-মায়াবতীর জোট পেতে পারে মোটে ৭টি আসন।
TIMES NOW-CNX Mega Exit poll Party-wise seat prediction for Chhattisgarh #Dec11WithTimesNow pic.twitter.com/tM7RJbipsq
— TIMES NOW (@TimesNow) 7 December 2018
ছত্তিশগড়ে ভোট শতাংশের বিচারে দেখা যাচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিজেপি পেতে পারে ৪২.০৯ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ৩৭.৯৩ শতাংশ ভোট, বিএসপি পেতে পারে ৮.২৯ শতাংশ ভোট ও অন্যান্যরা পেতে পারে ১১.৭৩ শতাংশ ভোট।
প্রসঙ্গত, ২০০০ সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে যায় ছত্তিশগড়। এরপর ২০০৩ সালে প্রথমবার ভোট হয়। তার আগে তিন বছর ভোট না হলেও কংগ্রেসের সরকার ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন অজিত যোগী। তবে ভোটের পর থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন রমন সিং। তবে রমন সিং কি একটানা চতুর্থবার বিজেপির বিজয় কেতন উড়াতে পারবেন? আগামী ১১ ডিসেম্বর ভোটাভুটির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলেই তবেই জানা যাবে।