Saturday, June 21, 2025
Latestকলকাতা

বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা: দু’দিনের সফরে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় তিনি যাবেন বেলুড় মঠে। কলকাতায় সফরের আগে যথেষ্ট উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী। দু’দিনের ঠাসা কর্মসূচির মধ্যেই তিনি ঘন্টাখানেক থাকবেন বেলুড় মঠে। কিছুটা সময় কাটাবেন মঠের সন্ন্যাসীদের সঙ্গে।

শনিবার সকালে ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন মোদী। কলকাতায় আসার আনন্দ ভাগ করে নিতে চেয়েছেন রাজ্যের মানুষের সঙ্গে। তিনি লিখেছেন, আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী র পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়া র সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা।


টুইটে মোদী লিখেছেন, তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে ‘জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়!

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন নমো। কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। পাশাপাশি, বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী।