জনি সিনস কাশ্মীরে দৃষ্টিশক্তি হারানো অত্যাচারিত যুবক, টুইট করে বিতর্কে পাক হাই কমিশনার
কাশ্মীর ইস্যুতে কাদুনি গাইতে সব ঘেঁটে ফেলছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এক ঘরে করতে গিয়ে ইমরান খান নিজেই চাপে পড়ে গিয়েছেন। একমাত্র চিন ছাড়া কেউ কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এমন সময় ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানা প্রচার চালাচ্ছে পাকিস্তান। এর মাঝেই ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বসিত এক হাস্যকর কাজ করে বসলেন।
আব্দুল বসিত সোমবার টুইটারে লেখেন, অনন্তনাগের বাসিন্দা ইউসুফ…পেলেটের আঘাতে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন…এবার সবাই প্রতিবাদ সরব হন।
কিন্তু তিনি ইউসুফের ছবি হিসেবের যার ছবি ব্যবহার করেছিলেন তিনি হলেন পর্নস্টার জনি সিনস। তাকে কাশ্মীরের বাসিন্দা ‘ইউসুফ’ মনে করেছিলেন আবদুল বাসিত। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা।
আব্দুল বসিতের লেখাটি রিটুইট করেন সাংবাদিক মাইলা ইনায়াত। টুইটারে তিনি লেখেন, পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের নাগরিক ভেবে ভুল করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত।