Tuesday, March 25, 2025
দেশ

সাত দিনের মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ প্রাক্তন সাংসদদের

নয়াদিল্লি: সমস্ত প্রাক্তন সংসদ সদস্যকে সাতদিনের মধ্যে সরকারি বাংলো খালি করার নোটিশ দিল কেন্দ্রীয় সরকার। বহু প্রাক্তন সাংসদ এখনও সরকারি আবাসন ছাড়েননি। এই তালিকায় রয়েছেন দুই শতাধিক সাংসদ।

সংসদের হাউজিং কমিটির চেয়ারম্যান সিআর পাতিল জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যেই প্রাক্তন সাংসদদের বাংলোর বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

কেন্দ্রে মোদী সরকার গঠনের পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ষোড়শ লোকসভা ভেঙে দিয়েছিলেন। তারপরই নোটিশ দেওয়া হয়েছিল সদ্য প্রাক্তনী সংসদ সদস্যদের। কিন্তু দুই শতাধিক লোকসভার সাংসদ এখনও তাদের সরকারি বাংলো খালি করেননি।

এর ফলে ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়ী হওয়া নবনির্বাচিত সংসদ সদস্যরা অস্থায়ী আবাসে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রাক্তন সাংসদদের সরকারি বাংলো দখলের প্রবণতায় কড়া হাতে রাশ টানতে চায় বদ্ধপরিকর সরকার।