Sunday, March 16, 2025
দেশ

‘পাকিস্তানে প্রতিদিনই খুন হচ্ছেন সংখ্যালঘুরা’, ভারতে আশ্রয় চাইলেন ইমরানের দলের বিধায়ক

নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই পাকিস্তানে খুন করা হয় হিন্দু শিখ সম্প্রদায়ের মানুষদের। হিন্দুদের সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে দুর্ব্যবহার। সেই কারণে সপরিবারে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের প্রাক্তন শিখ বিধায়ক বলদেব কুমার (৪৩)।

বলদেব কুমার নামের ওই আইনপ্রণেতা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সদস্য। পাকিস্তানে সংখ্যালঘুরা ভয়াবহ নির্যাতনের শিকার, অভিযোগ তুলে নয়াদিল্লির কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বলদেভ কুমার।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সংসদের সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছিলেন বলদেভ কুমার। তবে সংখ্যালঘু বলদেব কুমার সপরিবারে ভারতে চলে আসেন। বলদেব কুমার সাংবাদিকদের জানান, আশ্রয়ের জন্য ভারতে এসেছি এবং মোদীজিকে সাহায্যের জন্য অনুরোধ জানাব।

তবে কী কারণে পাকিস্তান ছাড়লেন বলদেব? তিনি জানিয়েছেন, পাকিস্তানে কী হচ্ছে সেটা সমগ্র বিশ্ব দেখতে পাচ্ছে। ভেবেছিলাম ইমরান খান ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু বাস্তবে কোনও পরিবর্তনই আসেনি। বরং সমস্যা আরও বেড়েছে।

প্রাক্তন পাক বিধায়ক আরও জানিয়েছেন, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপরে ভয়াবহ অত্যাচার চলছে। হিন্দু ও শিখ নেতাদের খুন করা হচ্ছে। খুব কষ্ট করে সংখ্যালঘুরা ওখানে টিকে রয়েছে। আর ওখানে ফিরতে চাই না। আমার আর্তি ভারত সরকার আমাকে এখানে রাজনৈতিক আশ্রয় দিক।