Sunday, March 16, 2025
রাজ্য​

বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ শোভনের, জানালেন দলত্যাগের কারণ

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। পাশাপাশি, এদিন বিজেপিতে যোগ দেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূলের সাথে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব বাড়তে বাড়তে শেষ পর্যন্ত সম্পর্কের সুতোটা ছিঁড়েই গেল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী নিয়ে দূরত্বের সূত্রপাত, তা খোলসা করেননি শোভনবাবু।

তৃণমূলের জন্মলগ্ন থেকে শোভনবাবু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সৈনিক। সেই তিনিই দল ছাড়লেন কেন? এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, কারণটা বহুদিন ধরে পরিষ্কার হচ্ছিল। দলের সঙ্গে নিজের চিন্তাভাবনা মিলছিল না। বহু ঘটনাই পিছনে রয়েছে। ধীরে ধীরে স্পষ্ট হবে। আগামী দিনে বিষয়গুলি সামনে নিয়ে আসব। সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল এবং আমি সেটা গ্রহণ করেছি।

আনুষ্ঠানিক ভাবে এদিন বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেন শোভনবাবু। তিনি বলেন, তৃণমূলে যখন ছিলাম, একাধিক দায়িত্ব পালন করেছি। কেন পঞ্চায়েত ভোটে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল ও বিরোধীদের প্রার্থী হতে দেওয়া হয়নি, দলে সেই প্রশ্ন তুলেছিলাম। তবে কোনো সুরাহা হয়নি।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী হয়েছিল। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় বলেন, মজবুত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন মোদী।