মুখ্যমন্ত্রীর দেওয়া মেডেল ফেরালেন ভারতী ঘোষ
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মেডেল ফেরালেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। ২০১৪ সালে সাহসিকতার জন্য মুখ্যমন্ত্রীর থেকে মেডেল পেয়েছিলেন ভারতী ঘোষ। সেই মেডেলই এবার ফিরিয়ে দিলেন একদা মমতা ঘনিষ্ঠ এই প্রাক্তন পুলিশ আধিকারিক। মেডেল ফেরানোর সিদ্ধান্তের কথা চিঠিতে লিখে স্পিড পোস্ট মারফৎ মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন ভারতী।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভারতী ঘোষ চিঠিতে লিখেছেন, ভালো কাজের জন্য ২০১৪ সালে মুখ্যমন্ত্রীর দেওয়া মেডেল ও সার্টিফিকেট ফেরত দিচ্ছি। আমি কী কাজ করেছি তা জঙ্গলমহলই বলবে। এজন্য কোনও মেডেলের দরকার নেই। আশা করব, অন্য আধিকারিকরাও আমার পদাঙ্ক অনুসরণ করবেন। যখন তাঁরা অত্যাচারের শিকার হবেন, তাঁরাও মেডেল ফেরত দেবেন।
ভারতী ঘোষ চিঠিতে আরও লিখেছেন, আগেই মেডেলটি ফেরত দিতে পারতাম। কিন্তু গত বছরের ১ ফেব্রুয়ারি আমার নাকতলার বাড়িতে সিআইডি আধিকারিকরা লুট করেছেন। তছনছ করেছেন আমার ঘর। ফলে মেডেলটি খুঁজতে খানিকটা সময় লাগল। ধ্বংসস্তূপ থেকে মেডেলটি উদ্ধার করেছি শেষ পর্যন্ত।
প্রসঙ্গত, একদা মমতা ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ ২০১৭ সালের ডিসেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন। মুখ্যমন্ত্রীকে এক সময় ‘জঙ্গলমহলের মা’ বলে ডাকতেন ভারতী। ‘ভালো মেয়ে’, ‘গুড গার্ল’ ‘আমার মেয়ে’ বলে ভারতীকে সম্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কয়েকদিন আগে সেই ‘ভালো মেয়ে’ ভারতীই মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন।