Monday, March 17, 2025
Latestদেশ

শিবসেনার টিকিটে মনোনয়পত্র জমা দিলেন এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা

মুম্বাই: মনোনয়নপত্র জমা দিলেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা। মহারাষ্ট্রের নালাসোপোরা বিধানসভা কেন্দ্র থেকে তিনি শিবসেনার প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, যখন পুলিশে ছিলাম, অন্ধকার জগতের বিরুদ্ধে লড়াই করেছি। এবার মানুষের সেবা করার সুযোগ আমার কাছে এসেছে। উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাব।

সাড়ে তিন দশকের দীর্ঘ পুলিশ কেরিয়ারের ইতি টেনে, গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি শিবসেনায় যোগ দেন প্রদীপ শর্মা।  শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে-সহ দলের সিনিয়র নেতার উপস্থিতিতে শিবসেনার ঝান্ডা তুলে নেন মহারাষ্ট্রের হাই-প্রোফাইল ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ প্রদীপ শর্মা।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে পুলিশে যোগ দেন প্রদীপ শর্মা। গত শতকের ৯০-এর দশকে মু্ম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড দুনিয়াকে সাফ করেছেন তিনি। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করেন প্রদীপ শর্মাই। তাঁর সাহস এবং কর্মকাণ্ডে অনুপ্রাণিত অনেকগুলি বলিউড সিনেমাও তৈরি হয়েছে। টাইম ম্যাগাজিন একবার মহারাষ্ট্রের এই হাইপ্রোফাইল ‘কাউন্টার স্পেশালিস্ট’কে নিয়ে কভার করেছিল।

দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে ৩০০-রও বেশি এনকাউন্টার করেছেন প্রদীপ শর্মা। যাঁর নামে দাগী অপরাধীরা সব সময় ভয়ে কাঁপে, সেই এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশের চাকরী ছেড়ে রাজনীতির ময়দানে কতটা সফল হন, এখন সেটাই দেখার। দীর্ঘ পুলিশ কেরিয়ারে দেড়শোরও বেশি বেশি ভয়ানক অপরাধী ও সন্ত্রাসবাদীকে একা হাতে খতম করেন প্রদীপ শর্মা।