Sunday, June 22, 2025
Latestদেশ

২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারের জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে: রাজনাথ সিং

লখনউ: ২০২২ সালেই দেশের প্রতিটি গরিব পরিবারের মাথার ওপরে ছাদ হবে। এমনটাই জানিয়েছিলেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার একই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারের মাথার উপর নিজের বাড়ির ছাদ থাকবে, সেই লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

লখনউতে বিজেপির একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ২০২২ সালের মধ্যে মাথার উপরে ছাদ নেই এমন কোনও পরিবার এ দেশে থাকবে না। পাশাপাশি আমাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে নিজস্ব জল সরবরাহের ব্যবস্থা করা।

তব শুধু দেশের মানুষের জন্যে নিজ গৃহ বা জল পরিষেবার কথাই নয়, স্বাস্থ্য পরিষেবার সম্পর্কেও মোদী সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়টি তুলে ধরে রাজনাথ সিং বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের সমস্ত ব্যক্তির জন্য নিশ্চিত ভাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ করে দিয়েছে।

পাশাপাশি, পাকিস্তানকে আক্রমণ করে রাজনাথ সিং বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদকে শিল্প করে ফেলেছে এবং লাগাতার সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলেছে। রাজনাথ সিং দাবি করেন, গোটা বিশ্ব ভারতের পাশে, শুধু পাকিস্তানই সন্ত্রাসবাদে ক্রমাগত মদত দিয়ে চলেছে। সন্ত্রাসবাদ যখন কোনও দেশের কাছে শিল্পে পরিণত হয়ে যায়, তখন সেখানে অন্যান্য সমস্ত ব্যবসা একে একে বন্ধ হয়ে যায়।