Tuesday, March 25, 2025
রাজ্য​

বুথগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকার আশ্বাস দিয়েছে কমিশন: মুকুল রায়

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যের বুথগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে সোমবার একথা ঘোষণা করল নির্বাচন কমিশন। মুকুল রায় জানান, কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে কমিশনে জানতে চাইলে কমিশন তাঁকে আশ্বস্ত করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটকর্মীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করবে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করার পর মুকুল বলেন, কোচবিহার ও আলিপুরদুয়ারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে মনে করছিলেন অনেকে। আমরা সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলাম। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা থাকবে।

নির্বাচনী প্রচারে বাবুল সুপ্রিয়র গান প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, আমি একটি অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে পাঠিয়েছিলাম। এই দফতর ‘পিসি’ শব্দটি নিয়ে আপত্তি করেছে। বাংলায় কি পিসি-দিদি এই শব্দগুলো উঠে যাবে ? যতক্ষণ পর্যন্ত কমিশন সেগুলোর ক্ল্যারিফিকেশন না দেবে, ততক্ষণ ওই গান বাজবে।

এদিকে, ভোটকর্মীদের তরফে অভিযোগ জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন উত্তর দিনাজপুরের ইটাহারে প্রাণ গিয়েছিল শিক্ষক রাজকুমার রায়ের। অভিযোগ, তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল তৃণমূল। তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোট নয়। লাগাতার আন্দোলনের মুখে অবশেষে আজ মুখ খোলে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন ভোটকর্মীদের নিরাপত্তাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কমিশন।