কূটনৈতিক জয় মোদী সরকারের, EU সংসদে CAA বিরোধী প্রস্তাবে ভোটাভুটি পিছিয়ে গেল
ব্রাসেলস: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে সাময়িকভাবে কূটনৈতিক স্বস্তি পেল মোদী সরকার। সিএএ নিয়ে আনা প্রস্তাবের ভোটাভুটি আগামী মার্চ পর্যন্ত পিছিয়ে দিল ইউরোপীয় পার্লামেন্ট (ইইউ)। যা নয়াদিল্লিকে অনেকটাই স্বস্তি দিল বলে অভিমত কূটনৈতিকদের।
মার্চে ব্রাসেলসে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ১৩ মার্চ থেকে বৈঠক শুরু হবে। সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, ভারত যাতে ইইউ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারে, সেজন্য ভোটাভুটি পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে সিএএ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন ইইউ পার্লামেন্টের সদস্যরা। তবে প্রস্তাবটি প্রত্যাহারের দাবি জানায় ডান-পন্থী আইডেন্টিটি অ্যান্ড ডেমোক্রেসি (আইডি) দল। তাদের দাবি, প্রস্তাবটি অত্যন্ত খারাপ সময় আনা হয়েছে। কারণ সিএএ-কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি শুনছে সুপ্রিম কোর্ট।
ইউরোপীয় পার্লামেন্টের সবথেকে বড় দল ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) আগামী ২ মার্চ থেকে শুরু হওয়া সেশন পর্যন্ত ভোটাভুটির পিছিয়ে দেওয়ার দাবি জানায় ইপিপি। ভোটাভুটির পর সেই প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবের পক্ষে পড়ে ২৭১ ভোট। বিপক্ষে পড়ে ১৯৯ ভোট এবং ১৩ জন ভোটদান থেকে বিরত থাকেন।