Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

অসলো: ইথিওপিয়ায় দুই দশকের গৃহযুদ্ধ অবসানে তাঁর ইতিবাচক ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে ৪৩ বছর বয়সী আহমেদ আলির নাম ঘোষণা করে।

পাঁচ সদস্যর নোবেল ইনস্টিটিউটের চেয়ারম্যান ব্রেইট রেইস অ্যানড্রেসেন বলেছেন, এ বছরের নোবেল শান্তি পুরস্কার আবি আহমেদকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতায় তার প্রচেষ্টা ও প্রতিবেশি ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ এড়াতে তাঁর পদক্ষেপের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

২০১৮ সালের এপ্রিল মাসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন আবি। তখন প্রতিবেশী দেশ ইরিট্রিয়ার সঙ্গে গৃহযুদ্ধে জ্বলছে গোটা দেশ। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই শান্তি স্থাপনের বড় উদ্যোগ নেন আহমেদ আলি। ইরিট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। শুরু করেন শান্তি আলোচনার প্রক্রিয়া। এতে দু’দেশের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধের পর গত ২০ বছরের অচলাবস্থার নিরসন হয়েছে।