Monday, June 16, 2025
Latestদেশ

‘কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট ১৫ দেশের রাষ্ট্রদূত’

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর স্বাভাবিক কিনা খতিয়ে দেখতে দু’দিনের সফরে কাশ্মীর গেলেন ১৫টি দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল। সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে তা জানাল ভারতের বিদেশ মন্ত্রক। গত বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পরে এই প্রথম বিদেশের কূটনৈতিক দল উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মালদ্বীপ, মরোক্কো, ফিজি, নরওয়ে, ফিলিপিনস, আর্জেন্তিনা, পেরু, নাইজার, নাইজেরিয়া, টোগো এবং গায়ানার কূটনীতিকরা উপত্যকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়েছেন।


রবীশ কুমার বলেন, বৃহস্পতিবার শ্রীনগর বিমনানবন্দরে বিদেশি কূটনীতিকদের দল পৌঁছনোর পরে প্রথমে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সন্ত্রাসবাদী হুমকির মুখে উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে সবিস্তারে জানেন তাঁরা।

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগরে পৌঁছান আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ ইয়ান জাস্টার সহ- ১৬টি দেশের প্রতিনিধিরা। সেখানে তাঁদের স্বাগত জানানো হয়। জম্মুতে রাত্রিবাস করবেন রাষ্ট্রদূতরা। তাঁরা লেফটেন্যান্ট গভর্নর মুর্মুর সাথে দেখা করবেন। পাশাপাশি, নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও দেখা করবেন।