ছত্তিশগড়ে মাওবাদী এনকাউন্টার অভিযানে শহিদ ২২ জওয়ান
বিজাপুর: ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ জানিয়েছেন, ২২ জন জওয়ান শহিদ হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে নিখোঁজ ২১ জনকে খুঁজতে ঢুকেছিল একটি টিম। গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩। এখনও এক জওয়ান নিখোঁজ রয়েছে বলে খবর।
শনিবার রাতেই এক জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছিল। রবিবার ভোররাতে আহত আরও চারজন হাসপাতালে মারা যান। রবিবার সকালে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও ১৭ জওয়ানের মৃতদেহ পাওয়া গেছে। এক নারী গেরিলার মৃতদেহও পাওয়া গেছে।
গত চার বছরের মধ্যে এটাই জওয়ানদের উপর বড় হামলা মাওবাদীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করেছেন। টুইটে তিনি বলেছেন, নিহত জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে সুকমাতে মাওবাদী হামলায় ২২ জওয়ান শহিদ হন। গত ২৩ মার্চ নারায়ণগড়ে পুলিশের একটি বাসে মাওবাদী হামলায় পাঁচ ডিআরজি সদস্য মারা যান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

