‘এনকাউন্টার স্পেশালিস্ট’ প্রদীপ শর্মা শিবসেনায় যোগ দিলেন
মুম্বাই: প্রাক্তন পুলিশ কর্মকর্তা প্রদীপ শর্মা যিনি ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ নামে পরিচিত শুক্রবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ঠিক আগে শিবসেনায় যোগ দিলেন। প্রদীপ শর্মা মুম্বাই পুলিশের অন্যতম অফিসার ছিলেন, যিনি তাঁর দীর্ঘ পুলিশ কেরিয়ারে ১৫০-র’ও বেশি ভয়ানক অপরাধী ও সন্ত্রাসবাদীকে একা হাতে খতম করেছেন। গত জুলাই মাসে তিনি পুলিশ চাকরি থেকে ইস্তফা দেন। তিনি সিনিয়র পুলিশ ইন্সপেক্টর হিসাবে পদে নিযুক্ত ছিলেন।
শুক্রবার আনুষ্ঠানিক ভাবে তিনি শিবসেনায় যোগদান করলেন। শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে-সহ দলের সিনিয়র নেতারা প্রাক্তন এই পুলিশ অফিসারকে দলে স্বাগত জানান। উদ্ধব ঠাকরের উপস্থিতিতে প্রদীপ শর্মা শিবসেনায় যোগদান করেন। তাঁর কব্জিতে উদ্ধব নিজেই ‘শিববন্ধন’ বেঁধে দেন। শিবসেনার নেতারা দলের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য কব্জিতে শিব বাঁধন বাঁধেন।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রদীপ শর্মাকে দলে স্বাগত জানিয়ে বলেন, আগে প্রদীপ শর্মার বন্দুক কথা বলত, এখন মন কথা বলবে। আনুষ্ঠানিক ভাবে তিনি শিবসেনায় যোগদানের প্রদীপ শর্মা বলেন, তিনি সর্বদা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে দ্বারা প্রভাবিত। প্রয়াত বাল ঠাকরে তাঁকে তাঁর নিজের ছেলের মতো মনে করতেন।
প্রসঙ্গত, টাইম ম্যাগাজিন মহারাষ্ট্রের এই হাইপ্রোফাইল ‘কাউন্টার স্পেশালিস্ট’কে নিয়ে কভারও করেছিল। প্রদীপ শর্মা তাঁর দীর্ঘ পুলিশ কেরিয়ারে ১৫০-র’ও বেশি সন্ত্রাসবাদীকে একা হাতে এনকাউন্টার করেন। গত জুলাই মাসের মাঝামাঝি তিনি চাকরি থেকে ইস্তফা দেন।