দীপাবলি পালিত হল আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে
নিউ ইয়র্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি। তবে শুধু ভারত কিংবা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে দীপাবলি। আমেরিকার নিউ ইউর্ক শহরের গগনচুম্বী ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংও (Empire State Building) দীপাবলি উপলক্ষ্যে আলোর মালায় সেজে উঠেছে।
উল্লেখ্য, নিউইয়র্ক শহরে টুইন টাওয়ার বা আজকের ফ্রিডম টাওয়ারের নাম সর্বোচ্চ ভবন হিসেবে যতই উচ্চারিত হোক না কেন, এ শহরের আভিজাত্য রাজা–বাদশাহের মতো মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এম্পায়ার স্টেট বিল্ডিং। এটির উচ্চতা ১ হাজার ২৫০ ফুট (৩৮০মিটার) এবং অ্যানটেনাসহ মোট উচ্চতা ১ হাজার ৪৪৫ ফুট (৪৪৩.২ মিটার)।
দীপাবলি উপলক্ষ্যে শুক্রবার ভবনটি কমলা আলো দিয়ে আলোকিত করা হয়। এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের তরফে টুইটে জানানো হয়, নিউ ইউর্ক থেকে শুভ দীপাবলি। আমরা আজ রাতে সমস্ত আলোকে কমলা করে আলোর উৎসবটিকে পালন করছি।
Happy #Diwali from NYC!
We’re joining @FIANYNJCTorg in celebrating the festival of lights by turning our own lights all orange tonight! #ESBright
📷: filipspinka/IG pic.twitter.com/6QKyZlNHsF
— Empire State Building (@EmpireStateBldg) November 13, 2020
FIA জানিয়েছে, তাঁরা দীপাবলি সুপ অ্যান্ড কিচেন যোজনা অনুযায়ী নিউজার্সি, নিউ ইউর্ক আর কনেক্টিকটে দশ হাজার মানুষকে খাবার খাইয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল মূলত ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি আর শাস্ত্রীয় আচারকে মানুষের সামনে তুলে ধরা।


