ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই, মমতাকে জানাল নির্বাচন কমিশন
কলকাতা: পুলিশকর্তাদের অপসারণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ করেছিলেন। কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ করে চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনের সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রী শুধু খামখেয়ালিই নয়, উদ্দেশ্যপ্রণোদিতও অ্যাখ্যা দিয়েছিলেন।
জবাবে নির্বাচন কমিশন চিঠিতে জানিয়েছে, দুর্ভাগ্যজনক আদর্শ আচরণবিধির জারি রয়েছে, এমন সময় কেন্দ্রের শাসক দলের স্বার্থে খামখেয়ালি, প্ররোচিত পদক্ষেপ করছে কমিশন। এই অভিযোগ সঠিক নয়। বিশ্বাসযোগ্যতা প্রমাণে ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ১৯৫১ সালে জনপ্রতিনিধিত্ব আইনের ২৮এ ধারায় নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে ভোটঘোষণা হওয়া পর্যন্ত সমস্ত সরকারি আধিকারিকই কমিশনের নিয়ন্ত্রণাধীন। কমিশনের শৃঙ্খলা মেনে চলতে বাধ্য তাঁরা।
প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে নতুন নগরপাল করা হয় রাজেশ কুমারকে। একইসঙ্গে বদলি করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে নতুন নগরপাল করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে।