৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে প্রথম ঈদ
শ্রীনগর: ঈদকে সামনে রেখে শুক্রবার কাশ্মীরে চলমান ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হয়েছিল। টানা ৫ দিনের অচলাবস্থার কিছুটা হলেও অবসান হয়। চালু করা হয় ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা। সোমবার জম্মু-কাশ্মীরেও সাড়ম্বরে পালিত ঈদ। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে প্রথম ঈদ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিভিন্ন মসজিদে মিষ্টি বিতরণ করা হল সরকারের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বান্দিপোর, বদগাম, অনন্তনাগ, বারামুলা সর্বত্র শান্তিপূর্ণভাবে ঈদের নমাজ পাঠ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জামিয়া মসজিদের শহর বারামুলায় প্রায় ১০,০০০ মানুষ নমাজ পাঠ করেন।
শ্রীনগরে কড়া নিরাপত্তার মধ্যেই ঈদের নমাজ আদায় করেছেন সেখানকার মুসলিমরা। নমাজ পাঠের পর মানুষজনকে বাড়ি ফিরে যাওয়ার আরজি জানিয়ে মাইকিং হয়েছে বলে খবর।
শ্রীনগর প্ল্যানিং কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কাংসাল জানিয়েছেন, আমরা শ্রীনগর সিভিল এয়ারপোর্ট ও TRC বাসস্ট্যান্ডে যানবাহনের ব্যবস্থা করছি যাতে সহজেই বাড়ি ফিরতে পারে মানুষ।