Tuesday, June 24, 2025
রাজ্য​

বড়সড় দুর্নীতি! ৫০০ কোটির শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রির অভিযোগ, নবান্নের ৪ আমলাকে ED-র নোটিশ

কলকাতা: বড়সড় দুর্নীতির অভিযোগে রাজ্যের অর্থসচিব-সহ ৪ জন আমলাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় ওই ঘটনায় তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যেই সচিবদের কাছে সমন পাঠানো হয়েছে। শাসক দলের দাবি, ২০২১ সালের আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলকে বিপাকে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও রাজীব কুমারকে (IAS) ডেকে পাঠিয়েছে ইডি। ২২ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাদের। তবে কোনও কারণে তাঁরা সশরীরে হাজির হতে না পারলে ভিডিও কনফারেন্সিংয়ে বা লিখিত ভাবে বক্তব্য জানাতে পারেন। এব্যাপারে ইডির কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি আমলাদেরও।

জানা যায়, মেট্রো ডেয়ারিতে রাজ্য সরকারের ৪৩ শতাংশ শেয়ার ছিল। সেই শেয়ার মাত্র ৮৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে দেয় রাজ্য। এর পর সংস্থার ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে কেভেন্টার্স। অভিযোগ, জেনে বুঝে ৫০০ কোটির শেয়ার মাত্র ৮৫ কোটি টাকায় জলের দরে কেভেন্টার্সের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। অথচ যে দরে কেভেন্টার্স সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রি করেছে সেই দরে সরকার শেয়ার বিক্রি করলে ৫০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে জমা পড়তো।

এদিকে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, সমস্ত নিয়ম মেনেই ২ বার টেন্ডার ডেকে শেয়ার বিক্রি করা হয়েছে। এতে সরকারের কোনও দায় নেই। কেভেন্টার্স কি দামে, কাকে কত শেয়ার বিক্রি করেছে, তা তাঁরাই বলতে পারবে। এসব দেখার দায়িত্ব সরকারের নয়। সরকারকে জড়িয়ে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে।