Monday, March 24, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানের অর্থনীতি দুর্বল, তবে সেনাবাহিনী নয়: পাক রেলমন্ত্রী

ইসলামাবাদ: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ভারতকে পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা দেখে সেদেশের সেনাবাহিনীকে দুর্বল না ভাবার বিষয়ে সতর্ক করে করেছেন। তিনি বলেছেন, তিনি নিজেও একজন সেনা সদস্য এবং তিনি একাই ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারেন।

পাকিস্তানি গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে পাক রেলমন্ত্রী বলেন, পাকিস্তানের অর্থনীতি দেখে ভুল করা উচিত নয় যে, তাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল। পাশাপাশি, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। শেখ রশিদ আহমেদ বলেছেন, কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ভুলের জন্য মূল্য চোকাতে হবে ভারতকে।

শেখ রশিদের কথায়, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি। তবে এবারই প্রথম নয়, এর আগেও যুদ্ধের জিগির তুলে এর আগেও একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন শেখ রশিদ আহমেদ। ৩৭০ ধারা বিলোপের পাক রেলমন্ত্রী বলেছিলেন, আমি রেলমন্ত্রী থাকতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ট্রেন চলবে না।

এমনকি তিনি বলেছিলেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে দেখলে সেই চোখ উপড়ে ফেলা হবে। তখন পাখিরাও ডাকবে না, কোনও মন্দিরে ঘন্টাও বাজবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে ২২ সেপ্টেম্বর সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। দিন কয়েক আগে পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ মন্তব্য করেছিলেন, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আগামী অক্টোবর বা নভেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধবে।