Tuesday, March 25, 2025
দেশ

ছবিতে দেখুন ৯ হাজার নারকেল দিয়ে তৈরি ৩০ ফুট উচু পরিবেশ বান্ধব গণপতি

বেঙ্গালুরু: দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। আর এই উৎসবকে কেন্দ্র করে সাজো-সাজো রব বেঙ্গালুরু জুড়ে। বেঙ্গালুরুর পুট্টেনাহাল্লির একটি মন্দিরে গণেশ মূর্তি (৩০ ফুট উচু) তৈরির জন্যে ব্যবহৃত হয়েছে ৯০০০ নারকেল।

দেখুন ৯০০০ নারকেলের তৈরি গণপতি-


উদ্যোক্তাদের দাবি, পরিবেশ বান্ধব মূর্তি তৈরির উদ্দেশেই এই ভাবনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব গণপতি দেখতে সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নেমেছে। গণপতির যে রূপ দেখে তাজ্জব অনেকেই।

এদিকে, মুম্বাইয়ের জিএসবি সেবা মণ্ডলের পুজোয় এই বছর তৈরি হয়েছে’ সোনার গণেশ’। আর সেই গণেশের গায়ে রয়েছে বিভিন্ন রত্ন।

দেখুন সোনার গণেশ-


মুম্বাইয়ের লালবাউগচা রাজার থিম-এ ধরা দিয়েছে ভারতের মহাকাশ অভিযানের থিম।

দেখুন মহাকাশ অভিযানের থিম গণেশ-