কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মমতাকে নোটিশ নির্বাচন কমিশনের
কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বরাবরই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় মমতা বলেছিলেন, মেয়েদের ভোট দিতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। হুমকি দিচ্ছে। বিতর্কিত এই মন্তব্য করায় তাঁকে নোটিশ ধরালো নির্বাচন কমিশন।
শনিবার সকাল ১১ টায় মমতাকে কমিশনের কাছে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গত ২৮ মার্চ পূর্ব মেদিনীপুরের জনসভায় মমতা বলেছিলেন, মেয়েদের ভোট দিতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। হুমকি দিচ্ছে। কে কেন্দ্রীয় বাহিনীকে এত ক্ষমতা দিয়েছে? রাজ্যে রয়েছে ওরা, ওদের থাকা, খাওয়ার খরচ দিচ্ছি আমরা। আর এখানকার মানুষকে লাঠি দিয়ে মারছে?
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, ২০১৬ ও ২০১৯ সালেও একই চিত্র দেখেছি। কার নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের মারধর করছে জানি। এবার মারতে এলে হাতা, খুন্তি, বঁটি নিয়ে তেড়ে যাবেন মা-বোনেরা। বুথ থেকে বের করে দিতে এলে বিদ্রোহ করবেন।
এরপরে ৭ এপ্রিল কোচবিহারে মমতা ফের বিতর্কিত মন্তব্য করেন। তৃণমূল নেত্রী বলেন, যদি কেন্দ্রীয় বাহিনী বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে একদল মহিলা তাদের ঘেরাও করে রাখবেন। আর অপর দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করলে হবে না। আপনাদের ভোট নষ্ট করবেন না। পাঁচজন করে ঘেরাও এবং পাঁচজন করে ভোট দেবেন। বিতর্কিত এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।