ছবিতে দেখুন ‘চন্দ্রযান ২’-এর আদলে তৈরি দুর্গাপুজো মণ্ডপ
বারাণসী: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে শুধু বাঙালির এটা ভাবা এখন বোধ হয় ঠিক হবে না। কারণ বারোয়ারি দুর্গা পুজোয় থিমের হাওয়া লেগেছে দেশের সব প্রান্তেই। শুধু প্রতিমা দেখাই নয়, থিম পুজোর প্যান্ডেল দেখার জন্যেও মণ্ডপগুলিতে মানুষের ঢল। মণ্ডপ সজ্জায় থিমের বাহারি পুজোয় এবার জায়গা পেল ‘চন্দ্রযান ২’ অভিযানও।
এবার উত্তরপ্রদেশের বারাণসীতে দুর্গাপুজো মন্ডপ তৈরি হল ‘চন্দ্রযান-২’ এর আদলে। ১০০ ফুট উঁচু প্যান্ডেলটি প্রায় তৈরি করা হয়েছে চন্দ্রযান-২ এর আদলেই। এই প্যান্ডেলে স্থান পেয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন ও অন্য নভশ্চরেরা। দুই মাস ধরে তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ।
মণ্ডপের ভিতরের আলোক সজ্জা এমন ভাবে করা হয়েছে যাতে ভিতরে ঢুকলেই মহাকাশের মতো অভিজ্ঞতা হয় দর্শনার্থীদের। জানা গেছে, এই অভিনব থিমের পিছনেও অবশ্য হাত রয়েছে বাংলার শিল্পীদেরই।
প্রসঙ্গত, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে নামার সময়ে গতিবেগ প্রত্যাশানুযায়ী কমাতে পারেনি, এবং নিরাপদে অবতরণের জন্য যতটা গতি প্রয়োজন ছিল তার চেয়ে বেশি গতিতে চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে সে। চাঁদ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইসরোর।
তাই বলে চাঁদে ল্যান্ডার বিক্রম অবতরণের চেষ্টা ব্যর্থ হলেও ‘চন্দ্রযান ২’ মিশন কিন্তু ব্যর্থ হয়নি। এই মিশনে ছিল একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার। অরবিটার খুব ভালো ভাবে কাজ করেছে। এ মিশনের বৈজ্ঞানিক অনুসন্ধানগুলির অধিকাংশই অরবিটার দিয়েই পরিচালিত হবে।
Varanasi: A #DurgaPuja pandal has been made with the theme of Chandrayaan 2 mission. The pandal also has a model of ISRO Chief K Sivan. Puja committee’s Rajesh Jaiswal says “We also wanted to depict ISRO’s manned space mission, so we also installed models of astronauts.” (04.10) pic.twitter.com/08ZkBkWjAD
— ANI UP (@ANINewsUP) October 4, 2019