নয়া ইতিহাস, আমেরিকার টাইমস স্কয়ারে প্রথমবারের মতো আয়োজিত হলো দুর্গাপুজো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়ে আমেরিকার টাইমস স্কয়ারে আয়োজিত হলো দুর্গাপুজো। এবছরই প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। আমেরিকার অন্যতম ব্যস্ততম জায়গা টাইমস স্কয়ার। সারাক্ষণ মানুষজন গমগম করতে থাকে সেখানে। মার্কিন মুলুকের টাইমস স্কয়ারে দুর্গাপুজো অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাসিত প্রবাসী ভারতীয়রা।
পুজো মন্ডপে প্রতিমা চলে আসার পর ভিড় ব্যাপকহারে বেড়েছে। টাইমস স্কয়ারে দুর্গাপুজোর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলারা বাঙালি সাজে প্রার্থনা করছেন। কেউ কেউ আবার রাস্তায় নৃত্য করছেন। সবমিলিয়ে এক মনমুগ্ধকর পরিবেশের ছোঁয়া মার্কিন মুলুকে।
পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, এর আগে টাইমস স্কয়ারে কীর্তন, যোগ ব্যায়ামের আসর বসেছে। তবে এবারই প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এখানে বড় পর্দায় বাংলা সিনেমা দেখানোর ব্যবস্থাও করা হয়েছে।