Wednesday, July 24, 2024
রাজ্য​

পুজো মণ্ডপে ভাংচুর! তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার স্থানীয়দের

হুগলি: বৃহস্পতিবার, নবমীর দিন গভীর রাতে হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাজকৃষ্ণ স্ট্রিটের ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপে ভাংচুর করে একদল দুষ্কৃতী। ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দশমীর সকালে দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে ভাংচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। বেলার দিকে তাঁকে দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরকে দেখতে পাওয়া মাত্রই বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা।

ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ক্লাবের সামনে জড়ো হয় একদল দুষ্কৃতী। মণ্ডপের সামনে ক্লাব সদস্যদের বসার জায়গায় ভাংচুর করে তারা। যখন ভাংচুর চলছিল, তখন সেখানে হাজির ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাঁধা দেওয়া তো দুর, দুষ্কৃতীদের ভাংচুর করতে ইন্ধন দেন তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলেন তিনি। পরে সকালে তাঁকে দেখতে পেয়ে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।