ছবিতে দেখুন ১৭ কোটির ‘সোনার দুর্গা’
কলকাতা: দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের সোনার দুর্গা। প্রতিমা গড়তে সোনা লেগেছে ৫০ কিলোগ্রাম। প্রতিমার অস্ত্র তৈরি হয়েছে রূপো দিয়ে। প্রায় ১৭ কোটি টাকা বাজেটের সোনার দুর্গা দেখতে মণ্ডপে উপছে পড়ছে ভিড়। সোনার দুর্গা দর্শনের জন্য চতুর্থী থেকেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে মানুষের মধ্যে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বিগত বছরগুলিতে মায়ের মাথার মুকুট, হাতে বালা ইত্যাদি সোনার তৈরি হত। তবে এবার সোনার পাত দিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ প্রতিমাটি। সোনার দুর্গা প্রতিমা বানিয়েছেন মিন্টু পাল। প্রতিমা গড়তে খরচ হয়েছে ১৭ কোটি টাকা।
West Bengal: Durga idol made of 50kg gold installed at pandal in Kolkata
Read @ANI story | https://t.co/wCKxPWe871 pic.twitter.com/Ixu2Biglct
— ANI Digital (@ani_digital) October 3, 2019
পুজো উদ্যোক্তারা আরও জানান, শুধু প্রতিমার ক্ষেত্রে নয়, পুজো মন্ডপের থিমের ক্ষেত্রেও আনা হয়েছে নতুনত্ব। সোনার দুর্গার নিরাপত্তায় কলকাতা পৌরসভার তরফ থেকে নিরাপত্তার বিষয়ে বেশ জোড় দেওয়া হয়েছে।
পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ জানান, সোনার দুর্গা গড়তে ২৫০ কর্মী তিন মাস অক্লান্ত পরিশ্রম করেন এবং প্যান্ডেলটি শেষ করতে আড়াই মাস সময় লাগে। কেবল মা দুর্গার অস্ত্রগুলি রুপো দ্বারা তৈরি হয়েছে। তবে পুরো প্রতিমাটি ৫০ কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে।