ফাঁসির জন্য গলার মাপ নিতেই কেঁদে উঠল নির্ভয়ার ধর্ষকরা
নয়াদিল্লি: দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশের পর থেকেই তিহারে ফাঁসির তোড়জোড় শুরু হয়েছে। এর আগে তিহারে একসঙ্গে দু’জনের বেশি ফাঁসি হওয়ার নিয়ম ছিল না। কারণ একসঙ্গে চারজনকে ঝোলানোর মতো ব্যবস্থাও ছিল না। নির্ভয়াকাণ্ডে ৪ দোষীদের ফাঁসিতে ঝোলানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এক জেল আধিকারিক জানান, কয়েকদিন আগেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে।
আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় চার সাজাপ্রাপ্ত আসামি পবন গুপ্ত, অক্ষয় কুমার, বিনয় শর্মা এবং মুকেশ শর্মাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগেই তিহার জেলে ফাঁসির মহড়া চালানো হয়। সেখানে চার দোষীর ওজন অনুসারে ইট-পাঁথর ভর্তি বস্তা ঝুলিয়ে ফাঁসিকাঠ পরীক্ষা করা হয়। জানা যায়, অপরাধীদের গলার মাপ নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়ে নির্ভয়াকাণ্ডের চার আসামি।
মক ফাঁসিতে চার দোষীর ওজন অনুযায়ী বস্তাগুলিতে ইট-পাঁথর ভরা হয়েছিল। ফাঁসির দড়ি তৈরি করেছে বিহারের বক্সার জেল। আপাতত চার দোষীকে তিহারের ২ ও ৪ নম্বর জেলে আলাদভাবে রাখা হয়েছে।
দুটি সিসিটিভির মাধ্যমে তাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। দু-তিনজন কারারক্ষী সর্বদা নজরদারি চালাচ্ছেন তাদের উপর। সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের একসঙ্গে ৩ নম্বরে জেলে সরানো হবে।